পুজোয় নাকি এবার অসুরের ভূমিকা নেবে বৃষ্টি। পাড়ার কচিকাঁচাদের ছোট্ট কপালেও চিন্তার ভাঁজ। বাবা-মা হাওয়া অফিসের পূর্বাভাস শুনিয়ে বলেছেন, পুজো পণ্ড করতে পারে বৃষ্টি। মন খুব খারাপ। নতুন জামাকাপড় পড়ে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘোরা মাটি হয়ে যাবে নাকি! শুধু ছোটো কেন, বড়োদেরও মুখভার। এত রকমের জামাকাপড় কেনা, ফ্যাশন, প্যাণ্ডেল হপিং-এর প্ল্যানিং সব মাঠে মারা যাবে। মহালয়ার দিন যেভাবে তেড়ে এলো বৃষ্টি, তাতে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে। দফতরের আবহাওয়াবিদ ইউ কে সাহা জানালেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুজোতে। তবে, অঝোরে বর্ষণ হবে কিনা তা জানা যাবে এক-দু-দিনের মধ্যে। বৃষ্টির মরশুম এখনও যায়নি। ভারতে সর্বত্রই অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে। সুতরাং পুজোর নির্ঘণ্ট আগে হওয়ায় তার মাশুল গুণতে হতে পারে আমজনতাকে।
Be the first to comment