চিরন্তন ব্যানার্জি (২৩ জুলাই) :- রথ চলে আসা মানেই দুর্গা পুজোর ঢাকে পড়ে কাঠি। তাই পুজোর প্রস্তুতি সহ একধিক বিষয় নিয়ে ২৩ জুলাই অর্থাৎ মঙ্গলবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকার পাশাপাশি অনুদান বৃদ্ধির কথাও ঘোষণা করলেন। সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবারে রাজ্য সরকারের তরফ থেকে পুজোকমিটি তথা ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলের ওপর ৭৫ শতাংশ ছাড় মিলবে। প্রসঙ্গত, গতবছর এই অনুদানের পরিমাণ ছিল ৭০ হাজার টাকা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই অনুদানের পরিমাণ হবে ১ লক্ষ টাকা। এর পাশাপশি এবছর ১৫ অক্টোবর হবে কলকাতার রেডরোডে দুর্গাপুজোর কার্ণিভাল। উল্লেখ্য বিসর্জন শুরু হবে দশমী থেকেই। ১৩ ও ১৪ তারিখ চলবে বিসর্জন।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীপুজোকর্তাদের কড়া নির্দেশ দেন। তিনি বলেন, পুজোকর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সাথে অতিরিক্ত ভলান্টিয়ার মোতায়েন করতে হবে। ঢোকা-বেরনোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে উপযুক্ত মেডিক্যাল ব্যবস্থা। পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট সহ্য করা হবে না, রাজ্যের দমকল মন্ত্রীর পুজো শ্রীভূমির নাম করে কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শহরের পাশাপাশি জেলার পুজোতেও চলবে কড়া নজরদারি।
Be the first to comment