পুনেতে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো কমপক্ষে ১৫ জনের

Spread the love

ছবি- (এএনআই)

শনিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল পুনে ৷ প্রবল বৃষ্টিতে পাঁচিল ভেঙে ১৫ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ৪ শিশু ও একজন মহিলা রয়েছেন ৷ পুনের কুন্ধওয়া এলাকায় পাঁচিলের ধ্বংসস্তূপে অনেক চাপা পড়ে আটকে গিয়েছে একাধিক গাড়িও ৷

জানা গিয়েছে, একটি হাউজিং কমপ্লেক্সের সীমানা পাঁচিল ভেঙে পড়েছে ৷ ওই হাউজিং কমপ্লেক্স লাগোয়া একটি বস্তি রয়েছে ৷ সেই বস্তিতেই পাঁচিলটি ভেঙে পড়ে ৷ পাঁচিল লাগোয়া বস্তিগুলির উপর ভেঙে পড়ায় বহু মানুষ চাপা পড়ে যায় ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে দিয়েছে ৷ আরও মানুষ ওই বিশাল পাঁচিলের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে পুনেতে ৷ শুক্রবার তা ভয়াবহ আকার নেয় ৷ গত ২৪ ঘণ্টায় পুনেতে ৭৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ এই একই রকমের একটি দুর্ঘটনায় শুক্রবার মহারাষ্ট্রে ৮ জনের মৃত্যু হয়েছে ৷ মুম্বইয়ে বর্ষার প্রথম দফার বৃষ্টি শুরু হতেই ৮ জন প্রাণ হারালেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*