আর ৬ মাস নয়, এবার থেকে রাজ্যের পুরসভায় প্রশাসকের মেয়াদ হতে পারে এক বছর। বিধানসভায় পাস হওয়া পুর সংশোধনী বিলে রাখা হল সংস্থান। এছাড়াও অন্য একটি বিলে বলা হয় চেয়ারম্যান হতে পারেন কাউন্সিলর বাদে অন্য কেউ-ও। তবে তাকে ছয় মাসের মধ্যে জিতে আসতে হবে পুর আসন থেকে।
এই নিয়ে বাম-কংগ্রেসের গলায় কটাক্ষের সুর। ভোট করাতে ভয় পাচ্ছে সরকার এমনটাই জানিয়েছে তারা। এদিকে বিজেপিরও একই অভিযোগ। এর পাল্টা হিসাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায়না। আমরা ভোট করাতে ভয় পাইনি, আমরা চাইনা সারাবছরই ভোট হোক। তাহলে উন্নয়ন হবে কখন? মানুষের কাজ হবে কখন? কাজ করার সময়তো দিতে হবে। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
Be the first to comment