ছবি ও ভিডিও সৌজন্যে- (এএনআই)
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় শহিদ হয়েছেন কমপক্ষে ৪০ সিআরপিএফ জওয়ান, গুরুতর জখম কমপক্ষে ৪৫। এমনটাই জানিয়েছে পিটিআই। শহিদের সংখ্যা আরও বাড়তে পারে। এদিন জওয়ানদের কনভয়ে বিস্ফোরণের পর এলাকায় শুরু হয় গুলির লড়াই। পুলওয়ামা জেলার অবন্তীপোরার গরিপোরার ঘটনা। সিআরপিএফ জওয়ানদের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের গাড়িতে ঘটানো হয় বিস্ফোরণ। জানা গিয়েছে, ২৫০০ জওয়ানকে কনভয়ে করে এদিন নিয়ে যাওয়া হচ্ছিলো। রাস্তায় ছিলো বিস্ফোরক বোঝাই গাড়ি। আর সেই গাড়িই ধাক্কা মারে কনভয়ে। তবে সতর্কতা সত্ত্বেও কীভাবে এই হামলা তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাধীনতার পর কাশ্মীরে এই হামলাই সবচেয়ে বড়ো হামলা বলে জানা যাচ্ছে।
শহিদ জওয়ানদের অস্থায়ী নামের তালিকা
এদিকে, দুর্ঘটনার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী। জানা গিয়েছে আত্মঘাতী জঙ্গির নাম আদিল আহমেদ। ঘটনার তদন্ত শুরু করেছে সিআরপিএফ। ঘটনার পর শুক্রবারই পাটনার জনসভা বাতিল করে শ্রীনগর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন দুর্ঘটনার পর কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং? শুনুন!
প্রসঙ্গত, ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলাতেও ১৮ জন জওয়ান শহিদ হয়েছিল। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। উরির পরে ফের আজ কাশ্মীরে এত বড় হামলা চালাল জঙ্গিরা।
আদিল আহমেদ, আত্মঘাতী জঙ্গি
Be the first to comment