ছবি- (এএনআই)
ভিডিও সৌজন্যে- মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক
পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার মোমবাতি মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টে নাগাদ হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়। এদিন হাজরা মোড় থেকে মেয়ো রোড পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলান নেতা-মন্ত্রী থেকে শুরু করে বহু সাধারন মানুষ। গান্ধী মূর্তির পাদদেশে শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং দলের নেতা-মন্ত্রীরা। তারপর সমবেত কণ্ঠে আগুনের পরশমণি গেয়ে বীর শহিদদের সম্মান জানানো হয়। পাশাপাশি ১ মিনিট নীরবতা পালনও করা হয়। শেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে মোমবাতি মিছিল শেষ হয়।
তবে এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি মমতা। তিনি সাফ জানান, এই পরিস্থিতিতে রাজনৈতিক আলোচনা করা উচিত নয়। এটা মৌন মিছিল। পাশাপাশি তিনি জানান, জঙ্গিদের কোনও জাত, ধর্ম, বর্ণ হয়না, তাই তাদের বিরুদ্ধে আমরা এক। আমরা ইউনাইটেড ইন্ডিয়ার সবাই, সমস্ত দেশবাসী এর তীব্র নিন্দা করি। এদিন শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ রবিবার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের প্রতিটি এলাকায়, ব্লকে ব্লকে দলীয় নেতা-কর্মীদের দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত অর্থাৎ ১ ঘণ্টা শান্তি মিছিল পালনের নির্দেশ দেন। পাশাপাশি মমতা বলেন, মাধ্যমিক পরীক্ষা চলছে অর্থাৎ পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেবিষয়টি মাথায় রাখতে হবে।
অন্যদিকে এদিন শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে পথে নামে বামেরাও।
দেখুন ভিডিও!
ক্লিক করুন নীচের লিঙ্কে-
দেখুন ছবি-
Be the first to comment