পূর্ব মেদিনীপুরের ভয়াবহ পথ দূর্ঘটনায় শোকাহত মূখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :- পূর্ব মেদিনীপুরে মারিশদায় দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,’জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’
বৃহস্পতিবার দিঘায় বেড়াতে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কের উপর একটি বাসের সঙ্গে ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় হ্যাচব্যাক গাড়িটি দুমড়েমুচড়ে বাসের নিচে ঢুকে যায়। গাড়ির সামনের দু’টো সিট বাসের নিচের অংশের সঙ্গে চেপে যায়। চার পর্যটক দিঘা যাচ্ছিলেন। নিহতরা নদীয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।’
জানা গিয়েছে, উল্টোদিক থেকে কলকাতার দিকে আসছিল বেসরকারি বাসটি। অন্যদিকে দিঘার দিকে যাচ্ছিল গাড়ি। মুখোমুখি ধাক্কার ফলে গাড়ির সামনের অংশ বাসের নিচে ঢুকে যায়। অবস্থা এমনই হয় যে উদ্ধার করতেও পারছিলেন না স্থানীয়রা। পুলিশ এরপর গ্যাস কাটার নিয়ে এসে গাড়ি কেটে দেহগুলি বের করার চেষ্টা করেন। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসচালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
https://x.com/MamataOfficial/status/1790972802079813729

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*