পৃথিবীর কোনও শক্তি সেনাকে টহলদারি থেকে সরাতে পারবে নাঃ রাজনাথ সিং

Spread the love

লাদাখ সীমান্তে তপ্ত আবহের মধ্যে আজ আবার সংসদে ভারত-চিন সংঘর্ষ প্রসঙ্গ উত্থাপন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে দিলেন, পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনাকে টহলদারি থেকে সরাতে পারবে না। চিনকেই এই সংঘর্ষ পরিস্থিতির জন্য কার্যত দায়ি করে রাজনাথ সিং বলেন, চিন ভারতীয় সেনাকে টহলদারিতে বাধা দিচ্ছে। যা আমাদের সঙ্গে চিনের যুদ্ধের কারণ । কূটনৈতিক মহলের বক্তব্য, চিনকে সতর্কবার্তা দিলেন তিনি।

লাদাখ সীমান্ত এখনও উত্তপ্ত। জুনে গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু। সম্প্রতি আবার প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে। এরই মধ্যে মস্কোতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চিনের তরফে স্পষ্ট জানানো হয়েছ, এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। তাদের অভিযোগের আঙুল ভারতের দিকে। এইদিকে সংঘর্ষ পরিস্থিতির জন্য চিনকেই বারবার দায়ি করছে প্রতিরক্ষামন্ত্রক।

এপ্রিল-মে মাস থেকেই চিন-ভারত সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। চিনের সেনা কি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তা দখল করেছে? এই প্রশ্নই বারবার তুলেছে বিরোধীরা। কিন্তু অধিবেশেন আগের দিন রাজনাথ এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন যে, চিনের সেনা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে ভারতীয় সেনা । আজ আবার সংসদে লাদাখ ইস্যুতেই কথা বললেন তিনি। তাঁর বিবৃতিতে উঠে এল, বর্তমান পরিস্থিতি।

সংসদে লাদাখ প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন কংগ্রেসের সদস্য এ কে অ্যান্টনি। তিনি বলেন, নির্দিষ্ট প্যাট্রোলিং পয়েন্ট থেকে ভারতীয় সেনাকে সরানো হচ্ছে। এই বক্তব্যের উত্তর দেন রাজনাথ। বিরোধীদের আশ্বাস দিয়ে জানান, পূর্ব লাদাখের টহলদারির কোনও পরিবর্তন হয়নি।

রাজনাথ বলেন, “টহলদারির ধরন ট্র্যাডিশনাল এবং সুগঠিত। পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনাকে টহলদারি থেকে সরাতে পারবে না। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই বছরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমরা তাও শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। একইসঙ্গে সমস্তরকম সংকটের মোকাবিলাতেও প্রস্তুত রয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*