রোজদিন ডেস্ক:- প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।লোকসভা নির্বাচনের জন্য প্রথমে ভাবা হচ্ছিল ফল প্রকাশের ক্ষেত্রে বিলম্ব হতে পারে, তবে না কদিন আগেই পর্ষদ সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে ২ মে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ছাত্র – ছাত্রী রা আজকেই তাঁদের মার্কশিট হাতে পেয়ে যাবে বলে জানা গেছে।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি। ছিল পরীক্ষার সময় সুচিতেও বদল। পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯: ৪৫ মিনিট থেকে।
এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯,২৩,০১৩ জন।এদের মধ্যে পুরুষ
পরীক্ষার্থী ছিল প্রায় ৪,০৫,৯৯৪ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫,১৭০,১৯ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬৭৫ টি।
৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হলো। ৭,৬৫,২৫২ জন সফল হয়েছে। পাশের হার ৮৬.৩১%। ৪৯ টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ হবে। প্রথম দশে রয়েছে ৫৭ জন ।
৫৭ জনের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪পরগনা থেকে ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর ৭ জন, বাঁকুড়া ৪ জন, মালদা ৪ জন, পশ্চিম মেদিনীপুর ৪ জন, বীরভূম ৩ জন, উত্তর ২৪ পরগনা ২ জন, কুচবিহার ২ জন, হুগলি ২ জন, নদীয়া ২ জন, হাওড়া ১ জন, ঝারগ্রাম ১ জন, কলকাতা ১ জন, পুরুলিয়া ১ জন , উত্তর দিনাজপুর থেকে ১ জন।
প্রথম স্থান অধিকারে ১ জন, দ্বীতিয় স্থান অধিকারে ১ জন তৃতীয় স্থান অধিকারে ৩ জন ।
প্রথম হয়েছে কুচবিহারের চন্দ্রচূড় সেন রামবোলা হাই স্কুল থেকে,৬৯৩ পেয়েছে।
দ্বীতিয় হয়েছে সাম্য প্রিয় গুরু পুরুলিয়া থেকে। পুরুলিয়া জেলা স্কুল ৬৯২ পেয়েছে।
তৃতীয় স্থান দক্ষিণ দিনাজপুরের উদয়ণ প্রসাদ , বালুরঘাট হাই স্কুল।
বীরভূম থেকে পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার।
দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈরিৎ রঞ্জন পাল , নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে।
Be the first to comment