রোজদিন ডেস্ক :- কোলকাতার মৌলালি যুব কেন্দ্র সভাঘরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে চেয়ে প্রস্তাব গৃহীত হয়। এই সভায় কংগ্রেসের সর্ব ভারতীয় নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেস কমিটিগুলির নেতৃত্বসমূহের উপস্থিতিতে বিগত লোকসভা নির্বাচন, নির্বাচন উত্তর পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর সভার পূর্ণাঙ্গ রিপোর্ট সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির কাছে প্রেরণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, বি পি সিং, শরৎ রাউত, সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা ড.আব্দুস সাত্তার সহ অন্যান্য প্রদেশ এবং জেলা নেতৃবৃন্দ।
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে রয়েছে অস্থায়ী কমিটি। অধীর রঞ্জন চৌধুরীও অস্থায়ী সভাপতি হিসাবেই দায়িত্ব পালন করছিলেন। লোকসভা ভোট মিটে গিয়েছে, এ বার স্থায়ী কমিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে অস্থায়ী সভাপতির বদলে স্থায়ী সভাপতি করতে পারে কংগ্রেস, তাই অধীর চৌধুরীর বদলে অন্য কাউকে স্থায়ী সভাপতি হিসাবে বেছে নিতে পারে কংগ্রেস।
দেশ জুড়ে কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে লোকসভায়। একাধিক রাজ্যে রীতিমতো ভাল ফল করেছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে ভাল ফল করতে পারেনি কংগ্রেস। রাজ্যে ১২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১টি আসনে জিতেছে কংগ্রেস। হেরেছেন অধীর চৌধুরী নিজেও। এর মধ্যেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রাজ্যের নেতা এবং সমর্থকদের অনেকেই চাইছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকুন। তবে অস্থায়ী কমিটি কবে স্থায়ী হবে সেই নিয়ে জল্পনা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরী না থাকলে কে রাজ্য কংগ্রেসের মুখ হবেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকমান্ড।
Be the first to comment