করোনা সংক্রমণ নিয়ে আজ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ বৈঠকেও রাজ্যের বকেয়া পাওনার অঙ্ক প্রধানমন্ত্রীকে শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমফানের জন্য ৩৫ হাজার কোটি টাকা চেয়েছিল নবান্ন। কিন্তু নয়াদিল্লি এক হাজার কোটি টাকা দিয়ে আর দেয়নি। সব খাত মিলিয়ে রাজ্যের মোট বকেয়া পাওনা ৫৩ হাজার কোটি টাকা। আজ সেকথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলা এখনও পর্যন্ত জিএসটি বাবদ রাজ্যের যে অংশ তার চার হাজার ১৩৫ টাকা পেয়েছে। এ ছাড়াও কেন্দ্রের কাছে সমস্ত খাত মিলিয়ে বাংলার বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা।’
Be the first to comment