প্রয়াত হলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রবিবার রাতে চেন্নাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি টুইট করে শেষনের মৃত্যুর খবর দেন।
ভারতীয় নির্বাচন প্রক্রিয়া সংস্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন টি এন শেসন। ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর কেরালায় পলাশ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই পড়াশোনায় ভালো ছিলেন সেশন। মাদ্রাজ ক্রিশ্চান কলেজ থেকে স্নাতক হওয়ার পর আইএএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে শীর্ষ পদে কাজ করেছিলেন তিনি।
Be the first to comment