প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনও সুপারিশ নয়: তৃণমূল সুপ্রিমো

Spread the love

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনও সুপারিশ নয়। এলাকার জনপ্রিয় ব্যক্তিই হবে প্রার্থী। দলের উর্দ্ধে কেউ নয়। শুক্রবার, নজরুল মঞ্চে দলের কোর কমিটির বৈঠকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুপ্রিমো বলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৬ জনের কোর কমিটি ঠিক করবে। এই কোর কমিটিতে রয়েছেন, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও অরুপ বিশ্বাস।

এদিন তৃণমূল সুপ্রিমো দলের কোর কমিটির বৈঠকে আর কি কি বললেন, দেখে নেব একনজরে–

১) সংরক্ষনের জন্যে যারা বাদ পড়বে প্রার্থী তালিকা থেকে, তারা মন খারাপ করবেন না। তাদেরকেও উপযুক্ত সম্মান দেওয়া হবে। যাদের জন্য তৃণমূল কংগ্রেস, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে।

২) গ্রামীণ রাস্তা পুকুর কাটা। কৃষক ভাতা বৃদ্ধি।

৩) সেল্ফ হেল্প গ্রুপকেও স্বাস্থ্যসাথীতে ঢোকানো হয়েছে।

৪) সর্বশিক্ষা মিশনে শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

৫) পার্শ শিক্ষকদের স্থায়ী করা হবে ও বেতন বৃদ্ধি করতে হবে।

৬) জনগণের উপর বোঝা না চাপিয়ে আমরা সব রকম উন্নয়ন মূলক কাজ করছি।

৭) এক সরকার বলছে আচ্ছে দিন আচ্ছে দিন। এমন আচ্ছে দিন দেশটাকে সর্বনাশ করে দিল।

৮) ত্রিপুরাতে জয় করে বড় বড় স্বপ্ন দেখছে। আমরা তৈরি করে রেখেছিলাম ত্রিপুরা। একটা গদ্দার গদ্দারি করেছে। সিপিএম বিজেপিও বোঝাপড়া করেছে। ত্রিপুরা রাজ্যটা কলকাতা পুরসভার অর্ধেক। ওদের লড়াই ২ টো এম.পির, আমাদের লড়াই ৫৪৩ টা এম.পির।

৯) আমরা মনে করি ওরা সাম্প্রদায়িক দল। বাজপেয়ীর সময় কিছুটা ঠিক ছিল। এখন ওদের কোনো শিষ্টাচার নেই।

১০) ২০১৬ বিধানসভাতে এখানে জোট করেছিল জগাই, মাধাই ও কানাইরা। কিন্তু কিছুই করতে পারেনি। উল্টে ২১১টি বিধানসভা আসন পেয়েছি। এখন সেটা ২১৩ হয়েছে।

১১) আসামে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে। ওলহানে আমাদের জায়গা হয়েছে। আমরা ওখানে প্রার্থী দেব।

১২) দ্রুত দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে। সমস্ত জায়গায় অনৈতিক ভাবে, গণ্ডগোল করে, টাকা ঢেলে জেতা যায় না। আমি আবারও বলছি দু-হাজার উনিশ, বিজেপি ফিনিশ।

১৩) একে দেখে নেবো। ওকে দেখে নেবো, ওরা(বিজেপি) এইসব হুঙ্কার দিচ্ছে। ৬০০ কোটি টাকা দিয়ে পার্টি অফিস করেছে। আমি মনে করি এই পার্টি অফিস নোট বাতিলের টাকায় করেছে। উন্নয়নতো মানুষের জন্য আর এরা পার্টি অফিস করে গর্ব করে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে।

১৪) আমরা রাজনৈতিক লড়াইয়ে ভয় পাইনা।

১৫) ত্রিপুরায় হেরে, এখানে বিজেপির দেওয়া লজেন্স খাচ্ছে সিপিএম নেতারা।

১৬) ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস। ওইদিন সমস্ত ব্লকে শহীদদের শ্রদ্ধা জানানো হবে।

১৭) বাচ্চু হাঁসদাকে মাথায় রেখে একটি কমিটি গঠন করা হল। কমিটির নাম আদিবাসী তৃণমল কংগ্রেস।

এদিকে এদিন দলের এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*