গুরুতর অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। দিল্লির ইন্দ্রপ্রস্থে একটি নার্সিংহোমের আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে চেস্ট ইনফেকশন হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। প্রসঙ্গত, ২০০৮ সালে পুজোর ঠিক পরই হৃদরোগে আক্রান্ত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে তাঁকে দিল্লির এ আই আই এম এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ইন্দ্রপ্রস্থের ওই নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, গত ৯ বছরে প্রিয়রঞ্জনবাবুর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। শুধুই তাকিয়ে থাকেন তিনি। তবে হঠাৎই চেস্ট ইনফেকশন হওয়ায় কেবিন থেকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় প্রিয়রঞ্জন দাসমুন্সিকে।
Be the first to comment