প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি; নাট্যমহলে শোকের ছায়া

Spread the love

প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫বছর। আজ সকালে মৃত্যু হয় ‘‌রঙ্গকর্মী’‌ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ঊষা গাঙ্গুলির।

বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গে হিন্দিতে নাটক মঞ্চস্থ করে সাফল্যের শিখর ছুঁয়েছিলেন যে দুজন তাঁদের মধ্যে অন্যতম ঊষা গাঙ্গুলি।

উত্তর প্রদেশের নেরভা গ্রামের বাসিন্দা হলেও ঊষা গাঙ্গুলির জন্ম এবং বেড়ে ওঠা রাজস্থানে। সেখানেই ভারতনাট্যমের তালিম নেন তিনি।সঙ্গীত কলা মন্দিরে যোগ দিয়ে শূদ্রক রচিত ‘‌মৃচ্ছকটিকম’‌ অবলম্বনে ‘‌মিট্টি কি গাড়ি’‌ নাটকে বসন্তসেনার অভিনয় দিয়ে তাঁর প্রথম অভিনয় জীবনে হাতেখড়ি।

তিনি ১৯৮০ খ্রিষ্টাব্দের দশকে তাঁর পরিচালনর কাজ শুরু করেন এবং অল্পদিনের মধ্যেই তার কর্মচাঞ্চল্যের ধারা এবং নবীন প্রজন্মকে নিয়ে শৃঙ্খলাবদ্ধ ঐকতানে বড়ো ধরনের পরিবর্তন এনে শহরের হিন্দি থিয়েটারে একটা পুনরুত্থান ঘটাতে সক্ষম হয়েছিলেন। মনু ভাণ্ডারি লিখিত উপন্যাস ভিত্তিক মহাভোজ (গ্রেট ফিস্ট), ১৯৮৭ খ্রিষ্টাব্দে রত্নাকর মতকারি কৃত লোককথা (ফোকটেল), ১৯৮৯ খ্রিষ্টাব্দে নাট্যকার মহেশ এলকুঞ্চওয়ার কৃত হোলি এবং ১৯৯২ খ্রিষ্টাব্দে মহাশ্বেতা দেবী লিখিত গল্পে তার নিজস্ব নাট্যরূপ দেওয়া রুদালি, বের্টোল্ড ব্রেশট-এর মাদার কারেজ অনুসরণে হিম্মত মাঈ এবং নাট্যকার স্বদেশ দীপক লিখিত বিখ্যাত কোর্ট মার্শাল তাঁর অভিনীত বিখ্যাত নাট্যকর্ম।

এছাড়া ও হেনরি লিখিত দ্য গিফট অফ দ্য ম্যাজাই অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রেনকোট হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যের উপরও তিনি কাজ করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*