না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া। ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এদিকে সাহসী কণ্ঠস্বর হিসাবে সংবাদ জগতে পরিচিত ছিলেন বিনোদ দুয়া। ভারতীয় জনতা পার্টি শাসিত একাধিক রাজ্যের বিরুদ্ধেও প্রশ্ন তুলতেন তিনি। শাসকের চোখে চোখ রেখে কথা বলা সেই মানুষটি চলে গেলেন চিরতরে। চলতি বছরের প্রথম দিকে কোভিডে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর গত সপ্তাহে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর কন্যা অভিনেত্রী, কমেডিয়ান মল্লিকা দুয়া বাবার স্বাস্থ্য সম্পর্কে সকলকে অবহিত করতেন। শনিবার বিকাল ৫টা নাগাদ তিনি বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চলতি বছরেই স্ত্রী তথা জীবনের পরম সঙ্গী পেশায় চিকিৎসক চিন্না দুয়াকে কোভিডে হারিয়েছিলেন তিনি। এরপর থেকে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সংবাদজগতে দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন বিনোদ দুয়া। দুরদর্শন ও এনডি় টিভিতে চাকরি করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি The Wire এর এডিটর ছিলেন। সেখানে তাঁর প্রখ্য়াত নিউজ শো জনগণ মন কি বাত নজর কেড়েছিল অনেকের। ২০১৯ সালে তিনি স্বরাজ টিভি ও HW News এ কর্মরত ছিলেন।
এদিকে ২০২০ সাল তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন দিল্লি বিজেপি। তিনি ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছিল বিজেপি। পরে অবশ্য তিনি দিল্লি কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। দর্শক, শ্রোতা পাঠকদের কাছে জনপ্রিয় ছিল তাঁর বলিষ্ঠ বার্তা। সেই সাংবাদিকের প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল।
Be the first to comment