প্রয়াত যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে।
শুক্রবার রাতে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। শনিবার সকাল ১০টা ২০মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৯৬ সাল থেকে যাদবপুর কেন্দ্রে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন কৃষ্ণা বসু। কলকাতার সিটি কলেজে ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন। সেখানে তিনি ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। আট বছর ধরে অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন।
কৃষ্ণা বসুর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেন, একজন ভালোবাসার ও শ্রদ্ধার মানুষকে হারালাম। কৃষ্ণা বসুর চলে যাওয়ায় আমি মর্মাহত। তিনি একজন সমাজ সংস্কারক, বিখ্যাত কবি ও শিক্ষাবিদ ছিলেন। ভারতীয় সমাজ ও বাংলার সংস্কৃতিতে তাঁর অবদান মানুষ মনে রাখবে।
Be the first to comment