পয়লা বৈশাখে প্রেস ক্লাবে খাদ্য বিতরণ

Spread the love

আজ পয়লা বৈশাখ। এবারের নতুন বছর এসেছে এক সঙ্কটময় পরিস্থিতি। সকলের জন্য প্রেসক্লাব কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বছরের শুভকামনা। নববর্ষে প্রেসক্লাব কলকাতার নিবেদন এই সময়ে বিপন্ন দুর্গত মানুষদের সঙ্গে এই বিশেষ দিনে আহার ভাগ করে নেওয়া। পয়লা বৈশাখ দুপুরে প্রেসক্লাব স্থানীয় এলাকার দুস্থ মানুষজন, বিশেষত শিশুদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে ভারত সেবাশ্রম সংঘ।

জানা গেছে সংস্থার পক্ষ থেকে স্বামী সত্যমিত্রানন্দ উপস্থিত ছিলেন। এদিন প্রেসক্লাবে প্রায 250 জন দরিদ্র মানুষকে খাবার দেওযা হয়। লকডাউনের সময় সপ্তাহে দুদিন করে প্রেসক্লাবে এই ব্যবস্থা চালু থাকবে বলে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*