হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিন রেলকর্মীর। দক্ষিণপূর্ব রেলওয়ের ডুয়া বালিচক স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। মিডিল লাইন দিয়ে স্পেশাল ট্রেনটি খড়গপুরের দিকে যাওয়ার সময় ধাক্কা দেয় কর্মরত চার রেল কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন কর্মীর, আহত হন এক রেলকর্মী। তাঁকে খড়গপুর রেল ওয়ে হাসপতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ যখন ওই মিডিল লাইনে কাজ করছিলেন রেলের গ্যাংম্যানরা। তখন ওই স্পেশাল ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে যায়, ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে বালিচক স্টেশন থেকে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহত ও নিহত রেল কর্মীদের।
ইতিমধ্যেই খড়গপুর ডি আর এম অফিস থেকেও আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের CPRO সঞ্জয় ঘোষ জানিয়েছেন, তিন গ্যাং ম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনায় সব রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment