রোজদিন ডেস্ক :- অত্যধিক গরম ও তাপপ্রবাহের জেরে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। জার জেরে বেশ কিছু ফসলের দাম ঊর্ধ্বমুখী। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে বেশ কিছু সুফল বাংলার ভ্রাম্যমাণ বিপণি খোলা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪৩৮ টি সুফল বাংলার বিপণি খোলা হয়েছে, যেখানে ১০ থেকে ২০ শতাংশ কম দামে পণ্য বিক্রয় চলছে।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ক্রেতা সাধারণের সুবিধার কথা মাথায় রেখে, সম্প্রতি লেক মার্কেটের কাছে ও সল্ট লেক সহ রাজারহাট নিউ টাউন এলাকায় ১১টি অতিরিক্ত ভ্রাম্যমাণ সুফল বাংলার বিপনী খোলা হয়েছে। এমনটাও ঠিক করা হয়েছে, ক্রেতাদের স্বার্থে পরবর্তী সময়ে আরো এইরূপ বিপনী খোলা যেতে পারে।
কোলকাতার কয়েকটি পণ্যের সুফল বাংলা কেন্দ্রে আজকের অর্থাৎ ২৬/০৬/২০২৪ তারিখে, কয়েকটি পণ্যের দামের তালিকা দেওয়া হলো। এই দামের তালিকা একদিন আগেই ওয়েবসাইট এ দেওয়া হয়।(wwe.sufalbangla.in)
- জ্যোতি আলু -২৯ টাকা কেজি।
- নাসিক পেঁয়াজ -৪২ টাকা কেজি।
- স্থানীয় কাঁচা লঙ্কা -১২০ টাকা কেজি।
- নুতন আদা -২০০ টাকা কেজি।
- ফ্লাওয়ার রসুন -২৪০ টাকা কেজি।
- পাকা কুমড়ো – ২৮ টাকা কেজি।
- কাঁচা পেঁপে, ভেন্ডি – ৪০ টাকা কেজি।
- নটে শাক -২৫ টাকা কেজি।
- টমেটো চালানি -৬৫ টাকা কেজি, দেশী -৭২ টাকা কেজি।
- দেশী শসা – ৭০ টাকা কেজি।
- সাদা পটল – ৪৭ টাকা কেজি।
- করলা -৭০ টাকা কেজি
- ঝিঙে -৫৯ টাকা কেজি
- গরিয়া বেগুন -৮০ টাকা কেজি।
Be the first to comment