রোজদিন ডেস্ক :- রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরোসভার মেয়র ফিরাদ হাকিমকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দাবিতে শুক্রবার বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা এদিন বিধানসভা চত্বরে হাতে গীতা নিয়ে সরকার বিরোধী স্লোগান দেয়।
ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই কারণেই তাঁকে আগেই ‘বয়কট’ করেছে বিজেপি। এবার শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে বিধানসভা কক্ষে ফিরহাদের বিরুদ্ধে স্লোগান তোলেন বিজেপির বিধায়কেরা। দাবি করেন, তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। একই সঙ্গে, ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।
যদিও শুভেন্দুর এই আর্জি নাকজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। এরপরই বিধানসভা কক্ষ থেকে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার বাইরে এসে ফিরহাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য, যতদিন না মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ততদিন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রের বিভাগের কোনও প্রশ্নোত্তরে বিধানসভায় যোগ দেবেন না তাঁরা।
Be the first to comment