রোজদিন ডেস্ক:- লাগাম ছাড়া গরমে নাজেহাল এই বছর বাংলা। বিগত কয়েক বছরের রেকর্ড ভাঙলো এই গ্রীষ্মকাল। তবে হাওয়া অফিস বলছে আগামী কিছু দিন এর মধ্যেই বঙ্গে বর্ষা ঢোকার প্রবণতা আছে।
তবে কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবার গরম বাড়তে পারে। যদিও এই মুহূর্তে গত কয়েক সপ্তাহের মতো তাপপ্রবাহের সম্ভাবনা নেই রাজ্যে। তাই বর্ষা কবে আসবে সেদিকেই নজর সকলের। গরম কালে কখনও আয়লা, কখনও আমফান, কখনও যশের মতো কিছু বড় রকমের ঝড় তাণ্ডব দেখিয়েছে বাংলায়। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সঙ্কেত পাওয়া যাচ্ছে বলে খবর।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল।
শক্তিশালী সাইক্লোন রেমাল মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর যদিও এখনও কোনো ভাবে নির্দিষ্ট সময় বা বিস্তারিত ভাবে বলেনি যে কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল। তবে মনে করা হচ্ছে, আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট দেখা যেতে পারে।
আবহবিদদের ধারণা, মে মাসের শেষের দিকে মোটামুটি ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে, তা এখনও বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে।
বিগত কয়েক বছরের ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে, কোন বছর এই রকম কি কি ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছিল!
২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার।আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ১৫০ জনের।
২০১৯-এর ৩ এবং ৪ মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনীর ছোবল!
২০২০-র ২০ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় ৮০ জনের ওপরে মানুষ মারা যান।
সেই ক্ষত শুকোতে না শুকোতেই ২০২১ এ ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের!
কিন্তু এই মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ।
এবারও কি কোনও বড় তাণ্ডব দেখতে চলেছে বাংলা ? তা জানা যাবে মে মাসের শেষের দিকেই। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর দিয়েছে সুখবর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Be the first to comment