ফের রেল দুর্ঘটনা, ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ, তবে নেই কোনো হতাহতের খবর

Spread the love

রোজদিন ডেস্ক : – এবার উত্তর ২৪ পরগনার খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে সজোরে ধাক্কা মারল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। যদিও হতাহতের কোনও খবর মেলেনি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ, খড়দায় লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় প্রচন্ড গতিতে দুটি চারচাকার গাড়ি ট্রেন লাইনের ওপর এসে পড়ে। সেই সময় গেট পুরোপুরি পড়ে যাওয়ায় লাইনের ওপরেই আটকে পড়ে গাড়ি দুটি। এদিক, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় ততক্ষণে খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির একটিকে। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। কেউ আহত না হলেও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। যদিও দুর্ঘটনার দায় চারচাকার গাড়ির চালকের ওপরই চাপিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*