রোজদিন ডেস্ক :- আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল বিভাগের ছাত্র ফৈজানের দেহ কলেজ হস্টেল থেকে উদ্ধার করা হয় ২০২২-এর ২৪ অক্টোবর । দেহ উদ্ধারের পর মেদিনীপুর পুলিশ দাবি করেছিল ওই ছাত্র আত্মহত্যা করেছ। ছাত্র ফৈজান আহমেদের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্ত দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দাবি জানিয়ে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তিনি। ফৈজানের পরিবারের দাবি মৃত্যু রহস্য উদ্ঘাটনে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করলেও তদন্তে তেমন অগ্রগতি এখনো হয়নি।
গুয়াহাটির বাসিন্দা ওই ছাত্রের বাবা, মা কলকাতা হাইকোর্টে মামলা করে করেন যে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্ত হলে জানা যায় ফৈজানের গলার ডান দিকে বুলেটের আঘাত ছিল। এ ছাড়া তাঁর গলার বাঁ দিকে ছিল ছুরির আঘাত, যা পুলিশের করা ময়না তদন্তের রিপোর্টে ছিল না। বিচারপতিরা নতুন করে তদন্তের নির্দেশ দেন। কিন্তু ফৈজানের মৃত্যু রহস্যের সুরাহা আজও হয়নি। পুলিশের পাশাপাশি আইআইটি কর্তৃপক্ষও দাবি করেছিল ওই ছাত্র আত্মহত্যা করেছে। এই ঘটনায় আদালতের হস্তক্ষেপ থাকা সত্ত্বেও তদন্ত এগোয়নি। সেই তদন্ত সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি দ্বিতীয় বার ময়না তদন্তের রিপোর্টের উল্লেখ করেছেন। ফৈজানের মা রশিদ আহমেদের আশা বাংলার মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের দাবি মানবেন। তিনি মঙ্গলবার বলেন, আমার ‘ছেলেকে কারা কেন খুন করেছে তা প্রকাশ্যে আসা দরকার।
Be the first to comment