বাংলার তিন বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে— এক্স হ্যান্ডলে এমনই দাবি করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত..

Spread the love

রোজদিন ডেস্ক :- ২০২৪ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতির আঙিনায় কানাঘুষো শোনা যাচ্ছিল, পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির ১২ জন সাংসদের মধ্যে ৩ জন নাকি তৃণমূলে ফিরতে চাইছেন! তবে এসব জল্পনা নিয়ে এতদিন তৃণমূল চুপ ছিল। মঙ্গলবার তৃণমূল দাবি করল, বাংলা বিজেপির তিন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন। খুব শিগগিরি বিষ্ময়কর কিছু ঘটবে।
রাজনৈতিক নেতারা নানা সময়ে এই ধরনের দাবি করেন। সেই দাবি যে সব সময়ে বা অধিকাংশ ক্ষেত্রে মেলে, তা নয়। অনেক সময়ে কৌশলে প্রতিপক্ষের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি করতেও এই ধরনের কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়।তবে, গত কয়েক দিন ধরেই গুঞ্জন, বিজেপির বেশ কয়েক জন সাংসদ তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখছেন। বিশেষত তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার সময়ে এ নিয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনা ছিল।
বাংলার তিন বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে— মঙ্গলবার এক্স হ্যান্ডলে এমনই দাবি করলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে। ‘চমক’ শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে বলেও লিখেছেন তিনি। সাকেত ‘হিসেব’ দিয়েছেন, ‘‘এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। ‘ইন্ডিয়া’র (বিরোধী জোট) সাংসদ সংখ্যা ২৩৭। তিন জন এলে বিজেপি হয়ে যাবে ২৩৭, ‘ইন্ডিয়া’ হয়ে যাবে ২৪০।’’
তৃতীয়বার ক্ষমতায় বসে মোদীর স্লোগান 3.0 কে কটাক্ষ করে সাকেত আরও লিখেছেন, মোদীর এই অস্থায়ী জোট বেশিদিন টিকবে না। অতীতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সাকেত। ২০২১ সালে তৃণমূলে যোগ দেন। সাকেতের টুইট সামনে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
এমন আবহে খোদ বাংলায় বিজেপির ঘরে ভাঙনের ইঙ্গিত সাকেত স্পষ্ট করতেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন হল, কোন তিনজন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিচ্ছেন? এ ব্যাপারে সাকেত স্পষ্ট করে কোনও নাম উল্লেখ করেননি।
তবে বিজেপির এই তিন জন সাংসদ কে কে, সে ব্যাপারে কিছু লেখেননি সাকেত। তাঁর এই দাবির প্রসঙ্গে লোকসভায় আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা মনোজ টিগ্গা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘‘স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে। স্বপ্ন যে কেউ-ই দেখতে পারেন। তবে এমন কোনও সম্ভাবনা নেই।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*