আজ এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গতকাল খড়গপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসুন জোট বাঁধি। বাংলায় কোনও এনআরসি হবে না। কাউকে তাড়ানো যাবে না। নো এনআরসি, কোন বিভাজন হবে না। নো ডিভাইড অ্যান্ড রুল। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, দেশের থেকে বড় কেউ নয়।
সকলকে আশ্বস্ত করেই গতকাল তিনি বলেন, এনআরসি আর সিএবি নিয়ে ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। কোনও এনআরসি বাংলায় হবে না। তিনি আরও বলেন, এনআরসি ও সিএবি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই। রেশনকার্ড, স্কুল সার্টিফিকেট, জমির পাট্টা কিছু না কিছু তো সকলের আছে। তাহলে নাগরিকের প্রমাণ আলাদা করে দিতে হবে কেন?
কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ভাগ করবেন না। মানুষকে রুটি, কাপড়, ঘর দিন। বাংলার গুজরাটি, বিহারি সহ সকল সম্প্রদায়কে বলি আমরা সবাই এক। ভারতমাতার সন্তান। কেউ কেউ আছে শুধু ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না, জীবন দেয় না। আমরা মানুষের জন্য যতটা সম্ভব সব করি।
Be the first to comment