বাংলায় দারিদ্র কমেছে ৬ শতাংশ, বলছে রিপোর্ট

Spread the love

বাংলায় গ্রাম ও শহর মিলিয়ে সার্বিক ভাবে দারিদ্র কমেছে ৬ শতাংশ হারে। গোটা দেশে যখন গড়ে দারিদ্রের হার বেড়ে গিয়েছে তখন বাংলার এই ছবিটা তাৎপর্যপূর্ণ বইকি। বিশেষ করে বড় রাজ্যগুলির মধ্যে বাংলাতেই দারিদ্র কমার হার বেশি। হিসেবমতো ২০১১-১২ আর্থিক বছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত এই পাঁচ বছরে বাংলায় সার্বিক ভাবে দারিদ্রের হার কমে হয়েছে ১৩.৯৮ শতাংশ।

যোজনা কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ২০১১-১২ আর্থিক বছরে বাংলায় ১৯.৯৮ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করতেন। গ্রামে দারিদ্রের হার ছিল ২২.৫২ শতাংশ। শহরে তখন দারিদ্রের হার ছিল ১৪.৬৬ শতাংশ। এই নিয়ে গতকাল বাংলাবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*