আজ করোনা সচেতনতায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের করোনা মোকাবিলায় রাজ্যের সদর্থক চেষ্টা ও সাফল্যের কথাও তুলে ধরেন।
তিনি আরোও বলেন, খরচের জন্য ৭.৫ লাখ মানুষকে যে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের ১০০ শতাংশ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, রাজ্যের আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা ২.৫ কোটি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছেন। সিরিয়াস রেসপিরেটরি ইলনেস আছে এমন ২.৫ লাখ মানুষকে শানাক্ত করে ইতিমধ্যে তাঁদের চিকিৎসা শুরু করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি উল্লেখ করেন দেশের মধ্যে একমাত্র বাংলাতেই চালু হওয়া কোভিড ক্লাবের বিষয়েও। সবশেষে তিনি বলেন বাংলাতে ফ্রিতে করোনা চিকিৎসা হচ্ছে একথাও গোটা বিশ্বকে জানান৷
Be the first to comment