বাজারে মূল্যবৃদ্ধির রাশ টানতে কড়া নজরদারি, নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ..

Spread the love

রোজদিন ডেস্ক :- শহরের বাজারদর খতিয়ে দেখতে উল্টোডাঙ্গায় সবজির পাইকারি বাজারে মঙ্গলবার সকালে হানা দিলো টাস্ক ফোর্স ও ইবি প্রতিনিধিরা। গত কয়েকদিনে শাকসবজি দাম যেন আকাশ ছোঁয়া। আর তার জন্যই মুখ্যমন্ত্রী এই বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন। এবং গতসপ্তাহে তিনি নবান্ন থেকে বৈঠক করে সবজির দামের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। ১০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ইবি ও টাস্ক ফোর্স কে নির্দেশ দেওয়া হয় বাজারে ঘুরে সমস্ত সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে। তারপরই এই নজরদারি শুরু হয়।

প্রতিনিয়ত সাধারণ রোজকার শাক-সবজি কিনতে যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের।মঙ্গলবারও বাজারে পটলের দাম ছিল ৩০ টাকা কেজি, উচ্ছের দাম তুঙ্গে ৫০ টাকা কেজি, টমেটো ৮০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি,ঝিঙে ৪০ টাকা ,বেগুন ৫০ টাকা, বিনস ৪০ টাকা কেজি,আর আদা রসুনের দাম তো গোলা ফাটিয়ে হাকাঁচ্ছে। আদা ২০০ টাকা কেজি , রসুন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। কাঁচা লঙ্কা ১০০ টাকা কেজি।
এত উচ্চ মূল্যের দামের ওপর রাশ টানতেই বাজারে নামলো অবশেষে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*