কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতেই অস্বস্তি সূচক বাড়ল। দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শুক্রবার থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। বৃষ্টির পরিমাণ কমলেও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নিম্নচাপের রেখে যাওয়া জলীয়বাষ্প থাকায় অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সোমবার ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ, শুক্রবার মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০.৮ মিলিমিটার।
Be the first to comment