গতকাল মুম্বাইয়ের বান্দ্রায় অসংখ্য শ্রমিকদের জমায়েত নিয়ে তোলপাড় সারাদেশ। এই লকডাউনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে কি করে হলো এমনটা এই নিয়ে প্রশ্ন উঠছে নানামহলে।
সেই নিয়ে উদ্ধব ঠাকরে বলেন, “এই ঘটনা ঘটেছে স্রেফ গুজব ছড়ানোর ফলে। শ্রমিকদের কেউ বলেছিল, বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন ছাড়া হবে। তাই তাঁরা জড়ো হয়েছিলেন। দয়া করে মানুষের আবেগ নিয়ে খেলবেন না। ওঁরা গরিব মানুষ। আমি হুঁশিয়ারি দিচ্ছি, ওঁদের আবেগ নিয়ে খেলবেন না। এই কাজ কে করেছে তার খোঁজ নেওয়া হচ্ছে। কাউকে রেয়াত করা হবে না।”
মহারাষ্ট্রে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা সুরক্ষিত আছেন। আমি কেন্দ্রের সঙ্গে কথা বলেছি। আমরা আপনাদের খেয়াল রাখব। লকডাউন হওয়ার মানে লকআপে বন্দি করা নয়।”
Be the first to comment