বারাণসীতে আজ তৃতীয়বারের মনোনয়ন পেশ করতে চলেছেন নরেন্দ্র মোদী

Spread the love

রোজদিন ডেস্ক :- কাশী শহরের অভিভাবক বলে পরিচিত কালভৈরভ মন্দিরে মাথা ঠেকিয়ে মন্দির যাত্রা শুরু করলেন আজ নরেন্দ্র মোদী ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে তৃতীয়বারের জন্য মনোনয়ন পেশ করতে চলেছেন। সকাল সকাল গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথ-সহ বারাণসীর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর মনোনয়ন পেশের জন্য বেরিয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার মন্দির পরিক্রমার কারণ মনোনয়ন পেশের আগে ভগবানের আশীর্বাদ নেওয়া।
সোমবার সন্ধ্যায় তিনি তাঁর সংসদীয় কেন্দ্রের মানুষদের শুভেচ্ছা, আর্শীর্বাদ গ্রহণ করেছেন ছয় ঘণ্টার রোড-শো’ করে । ছয় কিলোমিটার দীর্ঘ রোড-শো’য়ে লক্ষণীয় ছিল এই আধ্যাত্মিক শহরটি, বিশেষ করে মুসলিমদের উপস্থিতি ছিল। শহরের সবচেয়ে বড় মুসলিম মহল্লায় মোদীর উপর পুষ্পবৃষ্টি করে । সেই মতো আগাম ব্যবস্থা রেখেছিল বারাণসী বিজেপি। ক’দিন ধরেই প্রধানমন্ত্রী ভাষণে মুসলিমদের টার্গেট করেছেন।
গত রবিরার বাংলায় প্রচারে এসেও হিন্দু-মুসলিম বিভাজনের নানা প্রসঙ্গ তুলে গেছেন তিনি। নিশানা করেছেন মুসলিমদের। কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রের রোড-শো’য়ের রুটে ‘সবকা সাথ’ বার্তা দিতে ভোলেননি তিনি। মুসলিম মহল্লাতেও শহরের বাকি এলাকার মতো চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গিয়েছে। শোনা গিয়েছে মোদী মোদী স্লোগান। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে প্রধানমন্ত্রীর রোড শো। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশকে দিনের সেরা ইভেন্ট করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বারাণসীর আকাশে উড়বে হাজারের বেশি ড্রোন। তবে এগুলি সব নিরাপত্তা বাহিনীর নয়।
হাজার ড্রোন ওড়াবে বিজেপি। প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশ ঘিরে জনতার ভিড়ের দৃশ্য ধরে রাখবে ড্রোন, যা গোটা গেশে প্রচার করবে দল। এমনীতেই গত দিন সাতেক হল প্রতি সন্ধ্যায় ঘাটে সন্ধ্যা আরতির পর ড্রোন ওড়ানো হচ্ছে। সেগুলির নিচে লাগানো ছোট পর্দায় ভেসে উঠছে মোদীর হাত ধরে বদলে যাওয়া বারাণসীর ছবি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর রোড-শো’য়ের ছবি আশপাশের অম্তত গোটা কুড়ি লোকসভা আসনে সরাসরি সম্প্রচার করা হবে বিগস্ক্রিনে।
প্রধানমন্ত্রীর বারাণসীতে প্রার্থী হওয়ার পর থেকে কম করে গোটা কুড়ি আসনে বিজেপি শক্ত অবস্থায় আছে।

আজ টুইট করে নরেন্দ্র মোদী তাঁর প্রিয় বারাণসী নিয়ে আবেগ প্রকাশ করেন।
https://twitter.com/narendramodi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*