রিভার র্যাফ্টিং, প্যারাগ্লাইডিংয়ের মতো বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখন্ড হাইকোর্ট। এগুলোর ক্ষেত্রে সরকারের কোনও সুরক্ষা বিধি নেই। সেই সুযোগে যাত্রী সুরক্ষা উপেক্ষা করেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন বেসরকারি স্পোর্টস কমপ্লেক্স। সম্প্রতি এই নিয়ে একটি পিটিশন দায়ের হয় হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত। সেইসঙ্গে আরও জানিয়েছে ‘রিভার প্যারাগ্লাইডিং’-এর মতো জলক্রীড়াগুলির উপর কোনও নিয়ন্ত্রণ না থাকা অত্যন্ত বিপজ্জনক। তাছাড়া তেহরি ড্যামের মতো বড় লোকগুলিতে যেসব অন্যান্য ওয়াটারস্পোর্ট চলে সেগুলিও বিপজ্জনক। বিনোদনের ক্রীড়াকে বিপর্যয়ের কারণ হতে দেওয়া যায় না।। সরকারকে জল-ক্রীড়া সংক্রান্ত নীতি তৈরির জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে। এর মধ্য সরকারকে প্রতিটি ক্রীড়ার সুরক্ষাবিধি, মূল্য ঠিক করতে হবে। পরবর্তীতে নিয়ম মেনে টেন্ডার ডেকে সংস্থাগুলিকে জলক্রীড়া পরিচালনার দায়িত্ব দিতে হবে। ততদিন পর্যন্ত বন্ধ থাকবে।
Be the first to comment