রোজদিন ডেস্ক :- এবছর ৫৩ বছর বাদে রথযাত্রা হয়েছিল বিরল যোগে। রথযাত্রা পালিত হয়েছে ৭ জুলাই। সাতদিন পর পালিত হয় উল্টোরথ যাত্রা। সাত দিন পরে ক্যালেন্ডার অনুযায়ী এই বিশেষ দিন পড়েছে আজ ১৫ জুলাই।
এই বিরল যোগের কারণেই গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিনই মাসির বাড়ি পৌঁছয়নি রথ। কিছুটা এগিয়ে বিরতি নিয়ে সোমবার ফের শুরু হয় যাত্রা। শেষবার ১৯৭১ সালে ২ দিনের রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী। তাই এবার উল্টোরথও কিছুটা স্পেশাল। সোমবারের ঠিক আটদিন পর মঙ্গলে অর্থাৎ ১৬ জুলাই , এই দিন কয়েকটি বিশেষ শুভ সময় পাওয়া যাচ্ছে । সেদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথদেব। সঙ্গে ফিরবেন সুভদ্রাদেবী, বলভদ্র। আগামীকালই শ্রী মন্দিরের পথে গড়াতে শুরু করবে রথ।
Be the first to comment