বিশেষ ফোন নম্বরে মিসড কল দেওয়ার আর্জি অমিত শাহের

Spread the love

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পর আশাপ্রদ ফল করে বিজেপি। ১৮টি আসন পেয়ে গেরুয়া শিবির চমকে দেয় বিরোধীদের। এবার সামনে পুরসভা ও তারপর বিধানসভা নির্বাচন সেই বাংলায়। তার আগেই কলকাতায় অমিত শাহ। তাই তিনি যে সভা থেকে গুরুত্বপূর্ণবার্তা দেবেন তা আশা করা হচ্ছিল।

এদিন কলাতার মঞ্চ থেকে কার্যত বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন অমিত শাহ। বক্তৃতার শেষের দিকে তাঁকে একটো ফোন নম্বর বলতে শোনা যায়। সেই নম্বরে মিসড কল দিতে বলেন তিনি।

মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কতজনের কাছে মোবাইল আছে? আপনারা মোবাইল বের করে দেখান।’ মঞ্চে যাঁরা বসে আছেন, তাঁদেরও মোবাইল বের করতে বলা হয়। এরপরই ওই ফোন নম্বর বলে মিসড কল দিতে বলেন তিনি।

এদিন অমিত শাহের সভা থেকে শুরু হয় বিজেপি নতুন ক্যাম্পেন ‘আর নয় অন্যায়।’ আর এই নম্বরে মিসড কল দিলে সেই ক্যাম্পেনে যুক্ত হবেন সমর্থকরা। সেইজন্যই এই মিসড কল দিতে বলা হয়েছে। অমিত শাহ বলেন, ‘শুধু আপনারাই নয়, আপনাদের বাবা-মা, স্ত্রী, পুত্র, ভাই-বোন সবাইকে বলুন মিসড কল দিতে।’

এদিন তিনি আরও উল্লেখ করেন, বাংলার সংখ্যালঘুদের সিএএ’র কারণে নাগরিকত্ব যাবে না। দেশের বানানো আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা সংবিধান বিরোধী। শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও দাবি অমিত শাহের।

তাঁর কথায়, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনকে কটাক্ষ করে তিনি বলে, এবার থেকে দিদিকে বলো-তে ফোন করে বলুন ‘আর নয় অন্যায়’। বাংলার সমস্ত ঘরে আর নয় অন্যায় স্লোগান নিয়ে যেতে কর্মীদের বার্তা দেন অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন অমিত শাহ। রাম মন্দিরের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ‘রামমন্দির কেউ আটকাতে পারবে না, আকাশ সমান মন্দির তৈরি হবে।’

এদিন কী বললেন অমিত শাহ?

শুনুন!

https://www.facebook.com/BJP4Bengal/videos/2797168600328741/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*