বিশ্ব-বিজ্ঞানে বাংলার জয়জয়কার; তালিকায় বঙ্গ দম্পতি

This photo taken on August 21, 2019 shows a laboratory assistant examining a mosquito sample at the Pasteur Institute in the southern Vietnamese city of Nha Trang. - Hundreds dead in the Philippines; a threefold increase of cases in Vietnam; hospitals overrun in Malaysia, Myanmar and Cambodia -- dengue is ravaging Southeast Asia this year due in part to rising temperatures and low immunity to new strains. (Photo by Nhac NGUYEN / AFP) / TO GO WITH Vietnam-Singapore-Malaysia-Philippines-health-dengue-science,FEATURE by Jenny VAUGHAN
Spread the love

বিজ্ঞানের সব ক্ষেত্র মিলিয়ে বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় ঠাঁই এক বঙ্গ দম্পতির। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্ত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক উজ্জ্বল মৌলিক।

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমেজ প্রসেসিং’ নিয়ে গবেষণা তাঁদের এই সম্মান এনে দিয়েছে। স্ট্যানফোর্ডের তালিকায় মোট ১,৫৯,৬৮৩ জন বিজ্ঞানীর নাম আছে। তাঁদের মধ্যে ভারতের বিজ্ঞানী ১৪৯২ জন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স বেঙ্গালুরু এবং আইআইটিগুলির সাফল্য চোখে পড়ার মতো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*