পশ্চিমবাংলাতে ইতিমধ্যেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে করোনা সন্দেহে অনেককেই ভর্তি করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ডে। আর তাই জায়গার অভাব যাতে না হয় তার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালকে ১০০ বেডের নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ।
আজ সকাল থেকেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালকে এই বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয় নবান্নের তরফে আর আজ সকালেই বৈঠকে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠকের পরেই ১০০ বেডের নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
Be the first to comment