ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয় কনজারভেটিভ পার্টির

Spread the love

ব্রিটেনে ফের ক্ষমতায় ফিরল কনজারভেটিভ পার্টি ৷ সরকার গড়তে প্রয়োজনীয় ৩২৬ আসন তারা পেরিয়ে গেছে বলে একটি সংবাদসংস্থা জানিয়েছে ৷ এর ফলে ব্রিটেনের পরের মাসে EU ছাড়ার পথ সহজ হতে চলেছে ।

এর আগে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা প্রধানমন্ত্রী বরিস জনসনের দল লোয়ার হাউজ অফ কমন্সে ৬৫০ আসনের মধ্যে ৩৬৮ জয়ের পূর্বাভাস দিয়েছিল । সেই বুথ ফেরত সমীক্ষা সঠিক প্রমাণ করে সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ৷

কনজারভেটিভ পার্টির জয়ের জন্য বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটে তিনি লেখেন, “বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফেরার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ ৷ ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আর দৃঢ় করতে একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি ৷”

প্রধানমন্ত্রী বরিস জনসন এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিন উভয়ই এই ভোটকে প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট বলেছেন। ব্রিটেনের শীতকালীন ঝড় এবং তীব্র বাতাসের সঙ্গেই এই ভোটের উত্তেজনাকে ব্যাখ্যা করা যায় ।

সমীক্ষায় দেখা গেছে, বরিস জনসনের কনজ়ারভেটিভরা ৩৬৮টি আসনে জিততে পারেন । এর ফলে ৬৫০ আসনের ব্রিটেনের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য খুব স্বস্তিজনক হবে। মার্গারেট থ্যাচারের ১৯৮৭ সালের জয়ের পর জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় জয় পেলো কনজারভেটিভ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*