গতকাল ছিল বড়দিন। প্রতিবারের মতোই এবছর আর সে পরিস্থিতি নেই। করোনা থেকে বাঁচতে এবছরে ভীড় এড়ানোর বিধিনিষেধ আগেই ছিল প্রশাসনের। তবে তা সত্ত্বেও কলকাতায় দেখা গেল উপচে পড়া ভীড়।
কলকাতা পুলিশ সূত্রের খবর, গতকাল রাত ৯টা পর্যন্ত মাস্কহীন ১০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকাশ্যে থুতু ফেলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ২৫ জনের বিরুদ্ধে। আটক করা হয়েছে ১৬টি গাড়ি। বিশৃঙ্খল আচরণের জন্য আটক করা হয়েছে ২৩১ জনকে। মদ উদ্ধার হয়েছে ১৫ লিটার। ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার বলেছেন, “পুলিশের তরফে কড়া নজরদারি চলেছে সর্বত্র।” যদিও তার বহিঃপ্রকাশ বেশ কিছু জায়গায় দেখা যায়নি বলে অভিযোগ।
Be the first to comment