রোজদিন ডেস্ক :- ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যায় ডানকুনির একটি ওষুধের গুদাম। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোর ৫ টা নাগাদ দিল্লী রোডের পাশে একটি ওষুধের গুদামে আগুন দেখতে পান এলাকা বাসীরা। ঘটনা স্থলে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের ৭ টি ইঞ্জিন আসে, আগুনের ভয়াবহতা আটকাতে না পেরে আরও ৩ টি দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নি কান্ডের সূত্রপাত।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী আগুন লাগার সময় গুদামের ভিতর কয়েকজন কর্মী ছিলেন, আগুন লাগতে দেখেই তাঁরা বাইরে বেড়িয়ে আসেন। তারপরেই দমকল এবং ডানকুনি থানায় খবর পাঠানো হয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামের একাংশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
দিল্লী রোডের পাশে কালো ধোঁয়া বের হতে দেখে, স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
আগুনের ভয়াবহতা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Be the first to comment