দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভায় ফের নাম না করে তৃণমূল যুব সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন বলেন, ভাইপো রানি মৌমাছি, সব মধু ওই খেয়েছে, আমরা তো শ্রমিক মৌমাছি।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রায় প্রতি সভায় নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সপ্তাহখানেক আগে দক্ষিণ ২৪ পরগনায় এসে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে নানা মন্তব্য করেছিলেন অভিষেক।
আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভায় এসে অভিষেককে পাল্টা আক্রমণ শুভেন্দুর। নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘রানি মৌমাছি’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েন নি শুভেন্দু। তাঁর অভিযোগ, তোলাবাজির টাকা, কয়লার টাকা ব্যাঙ্ককে যায়। এ দিন ব্যাঙ্ককের একটি চেকও তুলে ধরেন তিনি।
শুভেন্দুর দাবি, আরও অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। তাঁর কথায়, এটা তো সবে ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়।
শুভেন্দু অধিকারীর সঙ্গেই এদিন বারুইপুরের সভায় হাজির হয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন তাঁর পুরনো দলের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন। রাজ্য় সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে এদিন রাজীব বলেন, ‘‘কেন্দ্রের টাকা নেওয়া হচ্ছে না। রাজ্যের কোষাগার খালি করে দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবে কাজ করতে হবে। এখন এটাই চাইছেন বাংলার মানুষ।
এদিন বারুইপুরে সভায় ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি ছাড়াও এদিন বারুইপুর পুরসভার তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল হালদার-সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন।
এদিকে, বারুইপুরের সভা সেরে আজই অমিত শাহের জরুরি তলবে দিলীপ ঘোষ, মুকুল রায়দের সঙ্গে দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সন্ধেয় ফের একবার রাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে দলের বঙ্গ-ব্রিগেডের সঙ্গে কথা বলবেন অমিত শাহ।
Be the first to comment