ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না, লালকেল্লা থেকে পরিবারতন্ত্রকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর

Spread the love

৭৫ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পরিবারতন্ত্রকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের ভাষণেও তাঁর নিশানায় ভাই-ভাতিজাতন্ত্র। মোদির কথায়, ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না। একইসঙ্গে দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিলেন তিনি।

সোমবার সকাল ৭টা ৩৩ মিনিটে লালকেল্লায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। ভাষণের শেষলগ্নে পরিবারতন্ত্র, স্বজনপোষণ এবং দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।

বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদিকে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও একই ইস্যুতে সরব হলেন তিনি। তবে এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন,শুধুমাত্র রাজনীতি নয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণ, পরিবারতন্ত্র রয়েছে। এবার সেই জাল থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। যোগ্যতার ভিত্তিতেই অগ্রগতির পক্ষে সওয়াল করেছেন তিনি। 

শুধু পরিবারতন্ত্র নয়, দেশের প্রভূত ক্ষতি করছে দুর্নীতিও। দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে দুর্নীতি দূর করার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, অনেকে দুর্নীতিতে যুক্ত থাকায় জেলে রয়েছে। তাও তাদের আলোচনা চলছে। দুর্নীতিগ্রস্তদের প্রতি কড়া মনোভাব দেখাতে হবে। দেশের টাকা লুঠ করে লুকিয়ে রাখা হচ্ছে। তাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।

স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, প্রভাবশালীরাও বাঁচতে পারবেন না। যারা ব্যাংকের সম্পত্তি নিয়ে পালিয়েছিল তারা জেলে। যারা লুট করেছে তাদের সমস্ত সম্পদ ফেরাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*