গতকাল জওহরলাল ইউনিভার্সিটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি বলেন, “আমি আশাবাদী এই মূর্তি আমাদের দেশের জন্য সম্প্রীতি এবং ভালোবাসার শিক্ষা দেবে। আমি আশাবাদী স্বামীজির মূর্তি আমাদের যুব শক্তি পরিচালিত নতুন দেশ গড়তে উৎসাহ দেবে। আমার বিশ্বাস এটি সবাইকে অনুপ্রেরণা এবং শক্তি যোগাবে। আজ আমাদের দেশ পূর্ণ মাত্রায় আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ব্রতী হয়েছে। যা সমগ্র দেশের ১৩০ কোটি জনতার সমবেত সচেতনতার ফসল। “
তিনি আরোও বলেন, “ভারতের যুবসমাজই ভারতবর্ষকে বিশ্বের দরবারে উপস্থাপিত করে; তারাই ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক। স্বামী বিবেকানন্দ এর মতে শিক্ষা অর্জন করতে হবে আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাসের জন্য। নতুন শিক্ষানীতির ফলে আত্মনির্ভর হবে পড়ুয়ারা।”
Be the first to comment