রোজদিন ডেস্ক :- শুক্রবার, ২৮ জুন ভোরে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এক নাগাড়ে বৃষ্টির কারণেই এই বিপত্তি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির ওপর ছাদ ভেঙে পড়ায় যারা আহত হয়েছেন তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে দমকলবাহিনী। আপাতত বিমানবন্দরের ওই অংশের সব কাজ বন্ধ রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্ত যানবাহনে আর কেউ যেন আটকে না থাকে সেজন্য তল্লাশি অভিযান চলছে।
ছাদের শীট ছাড়াও, সাপোর্ট বিমগুলিও ভেঙে পড়েছে, টার্মিনালের পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড দাবদাহে পুড়ছিল দিল্লী। পারদ প্রায় ৪৮ ডিগ্রি তে ছুঁই ছুঁই ছিল। প্রচুর মানুষ ওই তাপপ্রবাহ প্রাণ হারায়। কিন্তু তার পরেই
ভারী বৃষ্টিতে যে ভাসতে চলেছে নয়াদিল্লি তার পূর্বাভাস আগেই দিয়েছিল আইএমডি। এখন বৃষ্টি শুরু হওয়ার পর দিল্লি এনসিআর-এর একাধিক এলাকা জলমগ্ন হয়ে গেছে। কোথাও কোথাও জলে ডুবেছে গাড়ির অর্ধেক অংশ। আইএমডি এও জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে দিল্লিতে।
Be the first to comment