গতকাল আন্তর্জাতিক ভাষা দিবসে দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে আমাদের শপথ নেওয়ার দিন, বৈচিত্রের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার, সব ধর্ম, সব বর্ণ, সব জাতির অধিকার প্রতিষ্ঠা। আমরা সকলে আজ শপথ নিই, আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই। আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই। লড়াইটা যতই কঠিন হোক না কেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করবো। এটা আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরোও বলেন, মা কি কখনও সাদা, আর কালো হয়, নাকি মাকি কখনও ছোট আর বড় হয়? আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি। জন্মের পর আমরা মা-কে মা বলতে শিখি। দেশকে ঐক্যবদ্ধ দেখতে ভাললাগে। তা না করে মাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে কখনও মাকে ভালোবাসা যায় না।
Be the first to comment