ভুল করে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন জেমস রাইনারসন

Spread the love

ভুল করে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন জেমস রাইনারসন। মনের আনন্দে বাড়িতেও ফিরে গিয়েছিলেন জেমস। শেষরক্ষা হয়নি। ৩৮ বছরের জেমস ছিলেন কলোরাডোর মেসা কাউন্টির জেলে। তার বিরুদ্ধে অভিযোগ গোলমাল পাকানো, উচ্ছৃঙ্খল আচরণ, অনধিকার প্রবেশের। ভুল করে আরেকজনের বদলে মেয়াদ ফুরোনোর আগেই মুক্তি পেয়ে যান তিনি। জেমসের ভুল ছিল বাড়িতে নিজের স্ত্রীর কাছে ফেরা। স্ত্রী মোটেই খুসি হননি। তিনি দু ঘণ্টার মধ্যেই জেমসে গাডি়তে চাপিয়ে সোজা হাজির করেন জেলে। আদালতের নথিপত্রে জানা গিয়েছে ঘটনার পরম্পরা। জেমসের সেলে সাময়িকভাবে আরেক বন্দি ৩৫ বছরের মার্ভিন মার্চকে রাখা হয়েছিল। মার্চ পরে অন্য সেলে চলে গেলেও জেল কর্তৃপক্ষই তা খেয়াল করেনি। যখন মার্চের ছাড়া পাওয়ার কথা, তারা দেখেন সেলে একজনই আছে। তাকেই মার্চ ভেবে মুক্তি দেয় তারা। দ্বিতীয়বার জেলে ঢোকার পর জেমসের মাথায় আরও অভিযোগ চেপেছে। এবার যুক্ত হয়েছে পলায়ন, জালিয়াতি ও অপরাধমূলক যড়যন্ত্রের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*