ইরাকে নিহত ৩৯ জনের পরিবারকে এতদিন ভুল তথ্য দেওয়ায় ক্ষমা চাইতে হবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। এই দাবি করল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন পরিবারকে মিথ্যা আশা দিয়েছিলেন বিদেশমন্ত্রী। পরিবার পিছু ক্ষতিপূরণেরও দাবি জানায় তারা।
ইরাকে ৩৯ জন নিখোঁজ ভারতীয়কে হত্যা করেছে আইএসআইএস। মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি। তিনি বলেন, বিদেশমন্ত্রী কীভাবে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন যে তাঁরা বেঁচে আছেন? একদিন বলছেন তাঁরা নিখোঁজ। আবার একদিন বলছেন তাঁদের মৃত্যু হয়েছে।
এদিকে সুষমা স্বরাজের বিরুদ্ধে মৃতের আত্মীয়দের ভুল পথে চালনা করা ও মিথ্যা আশা দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালাও।
Be the first to comment