ভোটগ্রহণ শুরু হল বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে। খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ- তিন কেন্দ্রেই সকাল থেকে বুথে বুথে ভোটারদের লাইন চোখে পড়ার মতো।
করিমপুরে শেষ পর্যন্ত ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে কমিশন। এই বিধানসভার ৯৭ শতাংশ বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তুলনায় খড়্গপুর সদর আসনের ৭৬ শতাংশ বুথে এবং কালিয়াগঞ্জে ৪০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, করিমপুরে মোট ভোটার সংখ্যা হল ২,৪০,৭৬৯। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে যথাক্রমে ২,২৪,৩৩৮ এবং ২,৬৮,৯৬৯ জন ভোটার রয়েছেন। তিন বিধানসভা কেন্দ্রেই গড়ে সাড়ে তিনশোর বেশি ভিভিপ্যাট মেশিন থাকবে।
কোথায় কত শতাংশ ভোট পড়লো?
দেখুন!
Be the first to comment