ভোট দিলেন নরেন্দ্র মোদী

Spread the love

ভোট দিতে যাওয়ার আগে গান্ধীনগরে মায়ের সাথে দেখা করে মিষ্টিমুখ করে আশীর্বাদ নেন নরেন্দ্র মোদী। ভোট দেওয়ার পর গুজরাতে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। বেরিয়ে তিনি বলেন, কুম্ভমেলায় স্নান করে যেমন একটা আনন্দ আসে, ঠিক তেমনই গণতন্ত্রের এই মহাপর্বে ভোটদান করে একই আনন্দের অনুভূতি প্রাপ্ত করি। আমি সকল নাগরিককে অনুরোধ করবো, গণতন্ত্রের এই উৎসবে প্রবল উৎসাহের সঙ্গে ভোটদান করুন।

পাশাপাশি মোদী আরও বলেন, সন্ত্রাসবাদের অস্ত্র হল IED। গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID। আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি। তিনি আরও বলেন, যাঁরা এবার প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের স্বাগত। দেশের সরকার বানানোর ক্ষেত্রে অংশদারিত্বের জন্য তাঁদের স্বাগত। আসন্ন দশককে উজ্জ্বল করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১০০ শতাংশ ভোট দিন। ভারতের গণতন্ত্রের মাহাত্ম্যকে দুনিয়ার সামনে তুলে ধরুন।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*