রোজদিন ডেস্ক :- কথায় আছে ‘ যার নয় এ হয়না, তার নব্বই এও হয়না ‘।
প্রথম দফার নির্বাচন শেষে প্রতিবেশী রাজ্য মণিপুর সম্মন্ধে না চাইলেও এই কথাটি যেন মিলে যাচ্ছে। গত বছর থেকে যে অশান্তির দাবানল সৃষ্টি হয়েছে, তা যেন কিছুতেই থামতে চাইছে না।
কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও অশান্তি যেন ঠিক নিজের রাস্তা চিনে নিচ্ছে। এমনিতেই শুক্রবার ভোট গ্রহণ চলাকালীন নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগ জমা পরে। ই ভি এম, ভি ভি প্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর এর অভিযোগ ওঠে। অনেক ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গেছে। তাই নির্বাচন কমিশন ঠিক করে মণিপুরের ১১ টি বুথ এ পুনরায় ভোট গ্রহণ করা হবে আগামী ২২ এপ্রিল।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, ২২ শে এপ্রিল সোমবার সকাল ৭ টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। যে কেন্দ্র গুলিতে পুনরায় ভোট হবে, সেগুলি হল – খুরাই কেন্দ্রের মৌরাঙ কাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথ, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফোলের একটি বুথে।
ভোটার দের কাছে কমিশনের তরফে অনুরোধ করা হয়েছে, যাতে ভোটার রা নির্দিষ্ট সময়ে ভোট দান করতে আসে তার জন্য।
Be the first to comment